মানিকছড়িতে রাষ্ট্রীয় মার্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযুদ্ধা সুইমং মারমা

 মানিকছড়িতে রাষ্ট্রীয় মার্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযুদ্ধা সুইমং মারমা
স্টাফ রিপোর্টার: মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা  সুইমং মারমা বার্ধক্য জনিত কারণে (১৬ মে) নিজ বাড়ীতে পরলোক গমন করেছেন। তিনি ভাতাভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
১৭ মে বিকালে প্রয়াত বীর মুক্তুযুদ্ধা সুইমং মারমার(৮০) নিজবাড়ী কালাপানির শ্বশানে দাহক্রিয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও অফিসার ইনচার্জ আমির হোসেন এর উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন,  জেলা পরিয়দ সদস্য এম.এ. জব্বার, রেম্রাচাই চৌধুরী, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার  মোঃ সফিউল আলম চৌধুরীসহ উপজেলার সকল বীর মুক্তিযুদ্ধারা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযুদ্ধা সুইমং মারমার মৃত্যুতে  উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং মরদেহে পুস্পমাল্য অর্পন করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post