• July 27, 2024

খাগড়াছড়িতে স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর ১০ বছর সাজা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মোঃ আলমগীর হাসান এই রায় প্রদান করেন। একই সাথে আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামীর নাম মোঃ রফিক(৫২)। তিনি খাগড়াছড়ি জেলা শহরের মাষ্টারপাড়া এলাকার মৃত হাজী হাছিউর রহমানের ছেলে। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৮ সালের ২২ এপ্রিল নিজ বাসায় যৌতুকের জন্য স্ত্রী আনোয়ারা বেগমকে মারাত্মক মারধর করে স্বামী মোঃ রফিক। এই ঘটনায় বাদী হয়ে আনোয়ারা বেদম খাগড়াছড়ি সদর থানায় স্বামীকে আসামী করে মামলা করেন। পরে পুলিশ একই বছরের ২১ মে মোঃ রফিককে আসামী করে চার্জশীট দেন। পরে মামলা চলাকালীন ৬জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়। পরে রোববার এ রায় প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post