খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনায় নিহত এক, আহত এক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া বাজারে শুক্রবার দুপুর ১টার দিকে অটোরিক্স ও মোটর সাইকেলের সাথে মুখমুখি সংর্ঘষে ঘঠনা স্থলেই মোঃ নাঈম হোসে

গুইমারায় সোনালী ব্যাংক’র কার্যক্রম উদ্বোধন
সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯
গুইমারাতে বাল‍্যবিবাহ নিরোধ আইন বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন 

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া বাজারে শুক্রবার দুপুর ১টার দিকে অটোরিক্স ও মোটর সাইকেলের সাথে মুখমুখি সংর্ঘষে ঘঠনা স্থলেই মোঃ নাঈম হোসেন (১৩) নামে পানছড়ি ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর এক ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপর একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সে পানছড়ি উপজেলার আনসারের পিসি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ নাছির হোসেনের ছেলে।

আহত কিশোর মোটরসাইকেল চালক মাটিরাঙ্গা উপজলার আদর্শ গ্রামের বাসিন্দা সোয়েব আলীর ছেলে আল আমিন (১৫)। তার পা ভেঙ্গে গেছে। ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক শিমুল কুমার মহন্ত ঘঠনার সত্যতা নিশ্চিত করেছেন।