• May 18, 2024

খাগড়াছড়িতে সড়ক বিভাগ কর্তৃক শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সড়ক ও জনপথের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে জেলা সদরের দূর্গম দুল্যাতলী এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন,মানুষের যতগুলো মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে অন্যতম বস্ত্র। আর শীত মৌসুমে সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটাতে সড়ক ও জনপথ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের বেতনের একটি অংশ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ৬ শতাধিক নারী পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সড়ক উপ বিভাগ -১ এর উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post