• December 11, 2024

খাগড়াছড়ির ৮উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করছেন যারা

আলমগীর হোসেন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। বিএনপি নির্বাচনে অংশ না নিলে বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস-এমএন) ও স্বতন্ত্র প্রার্থীরা সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো শানে আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা, সহ-সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক চন্দন কুমার দে ও জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও দুপুর পর্যন্ত চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো নজরুল ইসলাম মাসুদ, ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, আক্তার হোসেন, ফারুক ভূইয়া, রুতান চৌধুরী, রণিক ত্রিপুরা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি রানী ত্রিপুরা ও নিউসা মগ মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দি¦তা করার জন্য আঞ্চলিক সংগঠন প্রসীতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) চঞ্চুমনি চাকমা ও আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন) তরুণ আলো দেওয়ান মনোনয়নপত্র ক্রয় করলেও এ সংবাদ লেখা পর্যন্ত জমা দেননি বলে জানা গেছে।
বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণে শাসক দল ও আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে চলছে নানা হিসেবে-নিকেশ।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৮টি উপজেলা পরিষদে আওয়ামী লীগের প্রার্থী মাত্র একটি উপজেলা পরিষদে নির্বাচিত হয়। বিএনপি জয়ী হয় দুটি উপজেলাতে। তিনটি উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত প্রার্থীরা সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়। ৫টি উপজেলা পরিষদে পাহাড়ে আলোচিত আঞ্চলিক রাজনৈতিক সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও একটি জেএসএস(এমএন) সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়। প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ খাগড়াছড়ির ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাটিরাঙ্গা উপজেলা: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিদ্বন্দি¦ প্রার্থীরা।এ রিপোর্ট লেখা পর্যন্ত চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সকাল ১১টার দিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো তাজুল ইসলাম। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো রফিকুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো মনির হোসেন। পরপরই মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো আলী হোসেন, যুবলীগ নেতা মো আনোয়ার হোসেন ভুইয়া কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। একই পদে মনোনয়নপত্র জমা দেন বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো আবুল বশর। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো আনিছুজ্জামান ডালিম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেআরা বেগম। এর আগে রবিবার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস হাসিনা বেগম।
লক্ষীছড়ি উপজেলা : লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ১৮ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫টা পর্যন্ত ৫জন চেয়ারম্যান পদে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অিিফস সূত্রে জানা গেছে। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বিক্রি হয়েছিল ১৫ জন। তার মধ্যে চেয়ারম্যান পদে সবাই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজনের মনোনয়ন পত্র জমা হয় নি। এরম মধ্যে একজন প্রার্থী ২টি পদে মনোনয়ন নিলেও জমা দিয়েছেন একটি পদে। মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তার হলেন, লক্ষ্মীছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, সাবেক লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা, সরকার দলীয় আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বাবুল চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান স্বপন চাকমা ও সাবেক বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান নীল বর্ণ চাকমা মনোনয়ন পত্র জমা দেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলম, ইউসিসিএলি: এর চেয়ারম্যান রাজু চাকমা দীপান্তর ও উল্লাচি মার্মা মনোনয়ন পত্র জমা দেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমনা চাকমা, মেরিনা চাকমা, রতœা চাকমা ও মিনুচিং মারমা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২০ মার্চ মনোনয়ন পত্র বাছাই করা হবে।
মানিকছড়ি উপজেলা: মানিকছড়ি উপজেলায় আওয়ামী লীগের সভাপতি মো: জয়নাল আবেদীন, নেতামর্কীদের সঙ্গে নিয়ে ও সাবেদ উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক. ম্রাগ্য মারমা, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম কে নিয়ে মানিকছড়ি উপজেলা অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার বিভীষন কান্তি দাশ এর নিকট উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন অন্য দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: তাজুল ইসলাম বাবুল, জাহেদুল আলম মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহেলা আক্তার এই রিপোট রেখা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেন।

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দি¦ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মহিউদ্দিন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post