খাগড়াছড়ির ৯ উপজেলায় ৫০টি পূজা মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ পর্যায়
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির ৯ উপজেলায় এবার ৫০টি পূজা মন্ডপে শ্রী শ্রী দুর্গোৎসব উদ্যাপিত হবে। জেলার পূজা মন্ডপগুলোতে এখন চলছে পূজার পস্তুুতির পাশাপাশি প্রতিমা তৈরির কাজ। খাগড়াছড়ি স্থানীয় প্রশাসন পূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহন করছে ইতিমধ্যে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা সাধারন সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সকল সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহনের মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনায় আয়োজন হয় তার জন্য জেলার সকল পূজা মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক সমন্বয় যোগাযোগ রেখেছে। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য জানান, জেলায় এবার ৫৫টি প্রতিমা পূজা, ২টি স্থায়ী প্রতিমা পূজা ও ১টি ঘট পূজা। খাগড়াছড়ি জেলা সদরে হবে এবার সবচেয়ে বেশি পূজা। সদর উপজেলায় পূজার সংখ্যা ১৯টি ১টি ঘট পূজা ।
খাগড়াছড়ি জেলা সদরের পূজা মন্ডপগুলো হচ্ছে, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির, খাগড়াছড়ি বাজার{কেন্দ্রীয় পূজা মন্ডপ}, শ্রী শ্রী গীতা আশ্রম, শান্তিনগর , শ্রী শ্রী ভূবনেশ্বরী কালী মন্দির, আনন্দনগর, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, বাজার এলাকা, শ্রী শ্রী অখন্ড মন্ডলী মন্দির, খাগড়াপুর, শ্রী শ্রী শালবন শ্যামা কালীমন্দির দুর্গা মন্ডপ, শ্রী শ্রী দুর্গাবাড়ী, ভাইবোনছড়া, শ্রী রাধাকৃষ্ণ মন্দির ,ভাইবোনছড়া, ৫ মাইল র্দুর্গাবাড়ী, দীঘিনালা সড়ক, ছোট গাছবান র্দুর্গাবাড়ী, খাগড়াছড়ি, ঠাকুরছড়া শিব মন্দির দুর্গা মন্ডপ, জোরমরম শিবমন্দির র্দুর্গা মন্ডপ, শ্রী শ্রী হরি মন্দির র্দুর্গা মন্ডপ, সিঙ্গিনালা, থানাচন্দ্র পাড়া র্দুর্গা মন্ডপ, তেঁতুলতলা, কমলছড়ি যাদুরাম পাড়া র্দুর্গা মন্ডপ, কমলছড়ি, শ্রী শ্রী কৈবল্যপীঠ পূজা মন্ডপ,(ঘটপূজা)।মহালছড়ি উপজেলায় শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ী, মহালছড়ি সদর, মাইসছড়ি জগন্নাথ মন্দির, মাইসছড়ি বাজার, পানছড়ি উপজেলায় ১০টি প্রতিমা পূজা হবে। সেগুলো হচ্ছে, পানছড়ি দেবালয় মন্দির, পানছড়ি বাজার, কুড়াদিয়াছড়া র্দুর্গা মন্দির, লোগাং বাজার বিগ্রহ (কালী) মন্দির, লোগাং বাজার অষ্ঠ মঙ্গলা মন্দির (স্থায়ী প্রতিমা পূজা), বাউরাপাড়া র্দুর্গা মন্দির, লতিবান, বামবু পাড়া র্দুর্গা মন্দির, লতিবান, আদি ত্রিপুরা পাড়া দুর্গামন্ডপ, পানছড়ি সদর, লোগাং হেডম্যানপাড়া শিবমন্দির দুর্গামন্ডপ, পুজগাং বৈশাখ কুমার পাড়া দুর্গামন্ডপ , দীঘিনালা উপজেলায় ৭টি প্রতিমা পূজা ১টি ঘট ও ঢালের প্রতিমা পূজা হবে। এগুলো হচ্ছে,দীঘিনালা শিব মন্দির, দীঘিনালা বাজার, বোয়ালখালী নারায়ন মন্দির, বাবুছড়া রাধামাধব মন্দির, সুধীর মেম্বার (কুমুদ হেডম্যানপাড়া) পাড়া জগন্নাথ মন্দির, ৯ মাইল জগন্নাথ মন্দির দুর্গামন্ডপ, রশিক নগর হরি মন্দির, মধ্য বোয়ালখালী রাধা মাধব মন্দির, ছোট মেরুং ভূতাসেন পাড়া র্দুর্গামন্ডপ মাটিরাঙ্গা উপজেলায় ৬টি মাটিরাঙ্গা কালী বাড়ী র্দুর্গা মন্ডপ, মাটিরাঙ্গা সদর, গোমতি কালীবাড়ী ও জগন্নাথ মন্দির দুর্গামন্ডপ, বর্নাল ডাক বাংলা বাজার দুর্গা মন্দির, তবলছড়ি লাইফু কার্বারী পাড়া দুর্গা মন্দির, তাইন্দং হেডম্যানপাড়া দুর্গা মন্দির, গুইমারা উপজেলায় ৪টি গুইমারা দার্জিলিং টিলা কালী মন্দির, গুইমারা ডাক্তার টিলা দুর্গা মন্দির, শ্রীশ্রী চন্ডী মন্দির দুর্গা মন্ডপ, গুইমারা বাজার (স্থায়ী প্রতিমা পূজা), শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিও সিন্দুকছড়ি।
রামগড় উপজেলায় ২টি শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালী মন্দির পূজা মন্ডপ, রামগড় বাজার শ্রী শ্রী বাসন্তী মন্দির, গর্জনতলী (স্থায়ী প্রতিমা ও ঘটপূজা), মানিকছড়ি উপজেলায় ৩টি মানিকছড়ি রাজ শ্যামা কালী মন্দির দুর্গা মন্ডপ, তিনট্যহরী সার্বজনীন দুর্গামন্ডপ, মানিকছড়ি, দক্ষিণ এক সত্যা পাড়া দুর্গা মন্ডপ, মানিকছড়ি, লক্ষীছড়ি (১টি), লক্ষীছড়ি কালী মন্দির পুজামন্ডপ।
খাগড়াছড়ি পুলিশ সুপার জানান, পূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা আমরা গ্রহন করেছি ইতিমধ্যে । শারদীয় দুর্গোৎসব যাতে সকল সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহনের মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনায় হয় তার জন্য জেলার সকল পূজা মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক সমন্বয় যোগাযোগ রাখছেন।