• December 11, 2024

খাগড়াছড়ি আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন ফরম নিলেন ৪জন

এস. এম. ইউছুফ আলী, খাগড়াছড়ি: ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একাদশ জাতীয় নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং আসনে আওয়ামীলীগ থেকে ৪ জন মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে।

৯ নভেম্বর শুক্রবার প্রথম দিন দলীয় সভানেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করার পর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে দলীয় প্রার্থীরা মনোনয়নর ফরম ক্রয় করতে শুরুি করেন। খাগড়াছড়ি জেলায় প্রথম দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

সূত্র থেকে জানা যায়, কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও যতিন্দ্র লাল ত্রিপুরা, সমীর দত্ত চাকমা ও ভবেশ্বর রোয়াজা নিকি দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছন। তবে এ সংখ্যা আরো বাড়তে পাওে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না কে হচ্ছেন আওয়ামীলীগের দলীয় এমপি প্রার্থী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post