খাগড়াছড়ি কল্যাণপুর এলাকায় শীতার্তদের মাঝে হিডেন পাওয়ার এর কম্বল বিতরন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে অসহায়, গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন হিডেন পাওয়ার । বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির জেলা সদরের কল্যাণপুর এলাকায় এই কম্বল বিতরণ করা হয় শীতার্ত মাঝে।
এর আগে খাগড়াছড়ির বাস স্টেশন , ফুটপাত, সিঙ্গিনালা এলাকায় রাস্তার পাশে রাত কাটানো ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি বলেন, খাগড়াছড়িতে এবার বেশ শীত পড়েছে। এমন শীতে হাজারো অসহায় মানুষ শীতে কাঁপছেন। আমরা প্রতিবারের ন্যায় এবারও সাধ্যমত শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষগুলোর শীত নিবারণের চেষ্টা করেছি মাত্র।’
তিনি আরো বলেন, ‘সমাজের বিত্তবানরা যে যার অবস্থান থেকে এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারি। অন্যদিকে অন্তত বিবেকের কাছেও দায়মুক্ত হয়ে সান্ত্বনাটুকু পাওয়া যায়।’ এসময় উপস্থিত ছিলেন হিডেন পাওয়ার সংগঠনটির সভাপতি পায়েল দাশ, সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, সদস্য সজল দাশ সহ সংগঠনের শুভার্থী জিশু দে, দীনেশ আচার্য্য সুজন আচার্য্য, বাবলু সেন ও রাহুল দে।