• January 18, 2025

খাগড়াছড়ি জেলা কৃষক লীগের উদ্যোগে জেলা প্রশাসকের সহায়তায় কৃষকদেরকে নগদ অর্থ প্রদান

মুন্নী আক্তার: খাগড়াছড়ি জেলার মাহালছড়ি উপজেলায় ১০০ জন কৃষকে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। বৈশ্বিক করোনা মহামারিতে কর্মহীন হয়ে পরা কৃষকদেরকে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় খাগড়াছড়ি জেলা কৃষক লীগের উদ্যোগে এবং জেলা প্রশাসকের সহায়তায় নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।  ১৫ জুন সোমবার মহালছড়ি উপজেলায় কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
খাগাড়ছড়ি জেলা প্রশাসকের সহায়তায় খাগড়াছড়ি জেলা কৃষক লীগ প্রতিটি উপজেলায় আর্থিক সহায়তা ও ত্রান প্রদান করে যাচ্ছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুসফিকুর রহমান, খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সভাপতি সৌরব তালুকদার, খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী, মহালছড়ি উপজেলা কৃষক লীগের আহব্বায়ক মোঃ ফরিদ ও অন্যান্যরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post