খাগড়াছড়িতে নতুন ৮জনসহ জেলায় মোট করোনায় আক্রান্ত ৯৪জন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নতুন আরো ৮ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে রামগড় উপজেলায় ৭ জন ও মানিকছড়িতে ১জন। তবে এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৭ জন। রামগড় উপজেলায় আক্রান্ত ৭ জনের মধ্যে সোনাইপুল পুলিশ চেক পোস্টের ৩ সদস্য, কৃষি অফিসের ১জন স্টাফ গ্রামীণ ব্যাংকের ১জন স্টাফ, জিসকা ওষুধ কোম্পানীর এম আর ১জন স্টাফ ও চৌধুরী পাড়ার ১জন কৃষক এ তালিকায় রয়েছেন।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, এ পর্যন্ত ১হাজার ৩‘শ ৫২ জনের নমুনা পাঠানো হয়েছিল। তারমধ্যে ফলাফল এসেছে ৯‘শ ৮৩ জনের।

এদিকে ‘করোনা ভাইরাসে’ মানিকছড়িতে আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ থেকে মানিকছড়ি উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ১৫ জুন প্রকাশিত রির্পোট অনুযায়ী মানিকছড়িতে ‘করোনা’ পজিটভ শনাক্ত হয়েছে মোট ১৪জন। স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতি ১লক্ষ জনসংখ্যায় কমপক্ষে ১০জন ‘করোনা’য় আক্রান্ত হলে ওই জনপদকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়। যার কারণে ১৫ জুন প্রকাশিত স্বাস্থ্য রির্পোটে মানিকছড়িতে ‘করোনা’য় পজেটিভ আরো ১জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৪জনে। যার ফলে ১৫ জুন দুপুর পৌনে ৩টায় জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ মানিকছড়ি উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেন।

তবে করোনা জেলা হিসেবে এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে লক্ষ্মীছড়ি উপজেলা। এখনো পর্যন্ত করেনা পজেটিভ রোগী শনাক্ত হয় নি। লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মককর্তা কাজি সাইফুল ইসলাম জানিয়েছেন এ উপজেলায় ৩৭টি নমুনা পরীক্ষা পাঠানো হয়েছিল সবগুলোই নেগিেটভ রিপোর্ট এসেছে।

Read Previous

নতুন করে আরো একজন করোনা শনাক্ত, মানিকছড়ি ‘রেড জোন’ ঘোষণা

Read Next

খাগড়াছড়ি জেলা কৃষক লীগের উদ্যোগে জেলা প্রশাসকের সহায়তায় কৃষকদেরকে নগদ অর্থ প্রদান