• September 8, 2024

খাগড়াছড়ি জেলা পর্যায় আন্ত প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগীতার উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: জেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা থেকে প্রতিযোগিরা অংশ নেন।

২২ জানুয়ারি বুধবার খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেব নাথ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন শিক্ষক নজরুল ইসলাম।

ক্রীড়া, সাংস্কৃতিক, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, একক অভিনয়, দ্বৈত অভিনয়, উপস্থিত বক্তৃতা, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা অংশ নেন। দিন ব্যাপি চলে এ অনুষ্ঠান। জেলা পর্যায় বিজীয়রা বিভাগীয় পর্যায় অংশ নিয়ে প্রতিযোগিতা করবেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post