• February 19, 2025

খাগড়াছড়ি জেলা বিএনপি’র উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে বিএনপি’র উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারাভিযান চালানো হয়। ১৮ মার্চ বুধবার খাগড়াছড়ি বাজার ও আশপাশের এলাকায় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল আলম আনিকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, দেশের জনগণ আজ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। দেশবাসীকে সচেতন করতে বিএনপির পক্ষ থেকে প্রচারাভিযান চালানো হচ্ছে। শুধুমাত্র জেলা সদরে নয় পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে জানান দিতে নেতাকর্মীরা কাজ করে যাবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post