খাগড়াছড়ি পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহের সমাপনি অনুষ্ঠান

খাগড়াছড়ি পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহের সমাপনি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা পরি

সেনাবাহিনীর পরিত্যক্ত ক্যাম্প দখলের প্রতিবাদে মানববন্ধন
শীতবস্ত্র বিতরণ করে প্রধানমন্ত্রীর জন্য আর্শীবাদ কামনায় কুজেন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়িতে নতুন ২৪জনসহ জেলায় আক্রান্তের সংখ্যা ৭৮,এক আনসার সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে জেলা পরিবার কল্যান বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিবার কল্যান‘র উপ-পরিচালক এমরান হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা: সুভাষ বসু চাকমা।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর‘র সহকারী পরিচালক আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম, ডিপুটি সিভিল সার্জন ডা: মিটন চাকমা, ডা: জয়া চাকমা, জেলা সমবায় কর্মকর্তা আশিষ কুমার দাশ, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো: শাহজাহান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তা-কর্মচারিরা।  এর আগে ঠাকুরছড়া পরিবার পরিকল্পনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান সেবা কেন্দ্রে কিশোরীদের অবহিতকরণ সভায় যোগ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি।