খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া রোগীর শরীরে করোনা ভাইরাস ছিল না
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।
জেলা সিভিল সার্জন জানান, গত ২৫ মার্চ বুধবার রাতে নিহত ব্যক্তি যার বয়স ছিল ৩০ বছরের মতো। তিনি পেশায় একজন মজুর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে স্বজনরা।
বুধবার সকালে শ্বাসকষ্ট, গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় নিহত ব্যক্তি থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়ে। আইইডিসিআর’র টেস্টে জানা যায়, ঐ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। টেস্টে রেজাল্ট নেগেটিভ এসেছে।