• December 27, 2024

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে নৌকা এগিয়ে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে নৌকা প্রতীক এগিয়ে আছে বলে  বেসরকারি ফলাফলে জানা গেছে। সূত্রে জানা যায়, জেলার মোট ভোট কেন্দ্র ১৮৭ টি। এর মধ্যে ৯৪টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা পেয়েছেন ১লাখ ২৬হাজার ৯৬২ ভোট। ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ পেয়েছেন ২৯হাজার ৩৮৬ ভোট। স্বতন্ত্র সিংহ প্রতীকের ইউপিডিএফ মনোনীত প্রার্থী নুতন কুমার চাকমা পেয়েছেন ১৮হাজার ১৪৮ ভোট। তবে প্রত্যন্ত কিছু এলাকার ফলাফল এখনো জেলা রির্টানিং কার্যালয়ে এখনো পৌছেনি বলে জানা গেছে।
আওয়ামীলীগের দলীয় সূত্র থেকে সূত্র দাবি করেছে ২ লক্ষ ৩৬ হাজার ৩’শ ৮৬ ভোট পেয়ে নৌকা প্রতীকের আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী মো: শহীদুল ইসলাম ভূ্ইয়া ফরহাদ পেয়েছেন ৫৬ হাজার ৪’শ ৪৩ ভোট। ইউপিডিএফ সমর্থিত সিংহ প্রতীকে নুতন কুমার চাকমা ৫১ হাজার ৫’শ ৭৪ ভোট পেয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post