Homeস্লাইড নিউজশিরোনাম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়ি যুবদলের মিছিল

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলা যুবদলের বিক্ষোভ-সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূ

রামগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা
মাটিরাংগায় ডিজিটাল বিউটি এক্সপাট তৈরির ওয়ার্কসপ অনুষ্ঠিত
রামগড়ে শিক্ষা অফিসারের সম্মানে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলা যুবদলের বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত সড়কের দিকে যায়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের বেশ কয়েক দফা ধাক্কা-ধাক্কি হয়। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি ফের মিল্লাত চত্বরে ফিরে সমাবেশে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ’র সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

সমাবেশে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা, ক্ষণিরঞ্জন ত্রিপুরা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল ইসলাস সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।