গুইমারাতে তথ্য অধিকার বিষয়ক অবহিতকরণ সভা

Homeঅন্যান্য

গুইমারাতে তথ্য অধিকার বিষয়ক অবহিতকরণ সভা

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম হলে তথ্য অধিকার আইন,২০০৯বিষয়ক প্রশিক্ষণ ও জন অবহিতকরণ সভা অনুষ্ঠি

লক্ষ্মীছড়িতে স্কুল বন্ধ রেখে শিক্ষকদের নিয়ে সভা শিক্ষা অফিসারের
পানছড়িতে মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Why your weather channel never works out the way you plan

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম হলে তথ্য অধিকার আইন,২০০৯বিষয়ক প্রশিক্ষণ ও জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সভাপতিত্ব করেন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর। ২৮ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে গুইমারা উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজনে, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ প্রদান এবং তথ্য অধিকার আইন,২০০৯ এর সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার এস আই জহিরুল ইসলাম, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওষ্কার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান সহ উপজেলা দপ্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, ইউপি সদস্য, এনজিওর কর্মীরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।