গুইমারাতে দুই জুয়াড়ী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি: গুইমারা থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জুয়াড়ীকে আটক করেছে। আটকের সময় তাদের কাছ থেকে শীলং-তীর জুয়ার সিট ও নগদ ২২৭০ টাকাসহ উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আব্দুর কাদেরের নেতৃত্বে উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গুইমারা উপজেলার যৌথখামার এলাকার ক্যাজ মারমার ছেলে চাইথোয়াই মার্মা(২২) ও মংহ্লাপ্রু মার্মার ছেলে মিঠুন মার্মা(২৮)।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন জানান, আটককৃতদের বিষয়ে জুয়া আইনের ৪ ধারায় মামলা হয়েছে। রবিবার সকালে তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ শিলং-তীর’নামক জুয়া খেলা বন্ধের বিষয়ে বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এর মূল হোতাদের ধরার জন্য বিভিন্ন স্থানে সোর্স লাগানো হয়েছে।