গুইমারাতে বিশ্ব পানি দিবস পালিত
গুইমারা (খাগড়াছড়ি)প্রতিনিধি: জাতীয় ভাবে এবারের বিশ্ব পানি দিবসের মুল প্রতিপাদ্য বিষয় “পানি সবার অধিকার, বাদ যাবে না কেউ আর“ হলেও খাগড়াছড়ি’র গুইমারাতে “সবার জন্য নিরাপদ পানি” প্রতিপাদ্য সম্বলিত ব্যানারে দেশের অন্যান্য স্থানের মত পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। দিবসটি উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে জেলার গুইমারা উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে গুইমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) বিদ্যুৎ কুমার বড়–য়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, ওসি(তদন্ত)মোঃ শফিকুল ইসলাম, গুইমারা রকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, সহকারী প্রধান শিক্ষক বাবলু হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা ওসমান গনিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থায়ী গিয়ে শেষ হয়।