গুইমারাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলার হাতিমুড়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুইমারার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেনের বড় ছেলে কলেজ ছাত্র তারেক রহমান (১৮) হাতীমুড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে।
২৩ জুলাই শনিবার বিকালে হাতীমুড়া থেকে হাফছড়ি জোরখাম্বা নিজ বাড়ীতে যাওয়ার পথে ইসলামিক মিশনের হোমিও হল ও ফকির নালা রাস্তার মূখে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়।
গুরুত্বর আহত অবস্হায় মানিকছড়ি উপজেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত ঘোষনা করেন। দুর্ঘটনাটি কিভাবে হয়েছে কেউ স্পষ্ট করে বলতে পারেনি।
তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গুইমারা থানার সেকেন্ড অফিসার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জনান।
সে গুইমারা উপজেলার ২নং হাফছড়ির হাতিমুড়া এলাকায় গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেনের বড় ছেলে।