গুইমারাতে যাত্রীবাহি বাস ও গাছের পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ৩
স্টাফ রিপোর্টার: গুইমারা ডাক্তার টিলা এলাকায় যাত্রীবাহি বাস ও পিকআপ গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৩জন। শুক্রবার বিকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি গামী যাত্রীবাহি বাস অপর দিক থেকে আসা কাঠ বোঝাই পিকআপ ডাক্তার টিলার সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।
প্রাথমিক ভাবে গুইমারা চেয়ারম্যান পাড়া এলাকার মৃত দয়াল কুমার ত্রিপুরার ছেলে দামু কুমার ত্রিপুরা(৫০), বাইল্যাড়ি এলাকার রুপম ত্রিপুরার ছেলে সান্জু মোহন ত্রিপুরা(২৫), পানছড়ি পাইলট পাড়া এলাকার আলী আহম্মদের ছেলে জশিম উদ্দিন(২৬)পরিচয় পাওয়া গেছে। আহত যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা চিকিৎসাধীন আছে ।
গুইমারা থানার ওসি বিদ্যুৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মাটিরাংগা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।