গুইমারায় বজ্রপাতে এক জনের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি: গুইমারায় মনি বেগম (৩৫) নামের এক নারী বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে গুইমারা উপজেলার মুসলিম পাড়ায় বজ্রপাতে এ দ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সম্মেলন
মুন্সিগঞ্জের পুলিশের গুলিতে যুবদল নেতা হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
রামগড়ে দুঃস্থ পরিবারের মাঝে বিজিবি’র  ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: গুইমারায় মনি বেগম (৩৫) নামের এক নারী বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে গুইমারা উপজেলার মুসলিম পাড়ায় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মনি বেগম গুইমারা উপজেলার সদর ইউনিয়নের মুসলিমপাড়া এলাকারশরিয়তউল্লার স্ত্রী ও নোয়াখালী জেলার কবির হাট আজিজপুর গ্রামের মৃত ওমর আলীর বড় মেয়ে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, মনি বেগম তার বাড়িতে কাজ করছিলেন। বিকাল ৩ টার দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি আহত হয়ে হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোক জন মিলে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।