খাগড়াছড়িতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে রূপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। ১৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা আহব্বায়ক আব্দুল মজিদ সভাপতির বক্তব্য রাখেন। আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বক্তারা আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে রূপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধ, বিএনবিসি-২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সংকট ও ছাত্র শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধানসহ প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ৪ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

Read Previous

গুইমারায় বজ্রপাতে এক জনের মৃত্যু

Read Next

পানছড়ি সাবজোন কর্তৃক কম্পিউটার কোর্সের সনদপত্র বিতরন