গুইমারায় ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলায়  ৩০পিস বাবা (ইয়াবা বড়ি) সহ মংশেপ্রু মারমা(৩০) নামের এক যুবককে আটক করেছে গুইমারা থানা পুলিশ। ১১ জানুয়ারি বৃহস্পতিবার র

লক্ষ্মীছড়িতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
রামগড়ে ২৪ লাখ টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করলো শহর সমাজ সেবা
খাগড়াছড়িতে ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে ৪৩তম ককবরক দিবস উপলক্ষে নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলায়  ৩০পিস বাবা (ইয়াবা বড়ি) সহ মংশেপ্রু মারমা(৩০) নামের এক যুবককে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

১১ জানুয়ারি বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহজালালের নেতৃত্বে পুলিশের একটি টহল দল গুইমারা বাজারের ব্রীজ সংলগ্ন অজিত দাসের দোকানের সামনে থেকে মংশেপ্রু মারমার শরীরে তল্লাসী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে বলে জানায় গুইমারা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম। আটককৃত মংশেপ্রু মারমা গুইমারা প্রজাটিলা গ্রামের বাসিন্দা মং মারমার পুত্র। সে দীর্ঘদিন গুইমারা বাজারে হলুদের ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করছিল বলে জানায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক শাহজালাল।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সফিকুল ইসলাম জানান, ১২জানুয়ারী শুক্রবার মংশেপ্রু মারমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। গুইমারা থানার মামলা নং-০৩, তারিখঃ ১২.০১.২০১৮ইং

এদিকে প্রত্যক্ষদর্শী একজন(নাম প্রকাশ্যে অনিচ্ছুক)জানান, এএসআই শাহজালাল ঘটনাস্থল থেকে মুলত ৫টি ইয়াবা উদ্ধার করলেও টাকা না পেয়ে ৩০টি ইয়াবা দিয়ে মামলা দেয়।