• December 13, 2024

গুইমারায় গাছের ডাল পড়ে কাভার্ড ভ্যান চালক নিহত

স্টাফ রিপোর্টার : গুইমারায় চলন্ত কাভার্ড ভ্যানের উপর গাছের ডাল পড়ে চালক নিহত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম এনামুল হক (৪৮) তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে বলে সূত্রে জানা গেছে।

আমাদের প্রতিনিধি মো: আলমগীর হোসেন জানান, সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা থেকে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার পথে গুইমারা বিজিবি সেক্টর এলাকায় পৌছলে রাস্তার পাশের একটি সুরুজ গাছের ডাল চলন্ত কাভার্ড ভ্যানের উপর পড়লে ঘটনাস্থলেই চালক এনামুল হক মারা যান। ঘটনার পর পর চালক এনামুলকে বিজিবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিদ্যুৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, কাভার্ডভ্যানের উপর গাছের ডাল পড়ে চালক এনামুল হক নিহত হয়েছে। এ ঘটনায় সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে বলে তিনি জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post