গুইমারায় ভাল্লুকের আক্রমনে গুরুতর আহত দিনমজুর

গুইমারায় ভাল্লুকের আক্রমনে গুরুতর আহত দিনমজুর

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে জংলা প্রাণী ভাল্লুকের আক্রমণে অনেচাঁন ত্রিপুরা(২৬) নামের একজন ব্যক্তি গুরুতর আহত হয়।

দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিল-২০২২ সম্পন্ন
গুইমারা উপজেলা বিএনপির সম্মেলন: সভাপতি ইউসুফ, সম্পাদক নবী হোসেন
দীঘিনালায় ৩৬ জন মেয়রকে সংবর্ধনা

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে জংলা প্রাণী ভাল্লুকের আক্রমণে অনেচাঁন ত্রিপুরা(২৬) নামের একজন ব্যক্তি গুরুতর আহত হয়। আহত ব্যক্তি হলেন সুকান্ত মহাজন পাড়ার উপেন্দ্র ত্রিপুরার ছেলে।

২৩মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ার অনেচাঁন ত্রিপুরা কৃষিকাজ করতে গেলে জংলা প্রাণী ভাল্লুক আক্রমণ করে বাম চোখের অংশ উপড়ে ফেলে। এলাকাবাসী ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বর্তমান আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন আছে।

সিন্দুকছড়ি ৩নং ওয়ার্ড মেম্বার মানেন্দ্র ত্রিপুরা বলেন, জংলা প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে সকল জনগণ সতর্কতার সহিত জুমে, মাঠে-ঘাটে,জমিনে কাজ করার পরামর্শ দেন।

COMMENTS