গুইমারায় সড়ক দূর্ঘটনায় নিহত ১
স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনার কবলে পড়ে ১জন নিহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে চট্রগ্রাম থেকে খাগড়াছড়ি গামী একটি যাত্রীবাহী বাস (চট্র মেট্রো-ব ১১-০৩৯৪)আল মোস্তোফা পরিবহন বুধংপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রী মাটিরাংগা উপজেলার তাইন্দং এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে ওমর আলী ভয়ে গাড়ি থেকে জানালা দিয়ে লাফ দেয়। তাৎক্ষনিক সে গুরুতর আহত হয়। পরে ন্থানীয়রা ওমর আলীকে সহ আহত ৫ জনকে মাটিরাংগা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত বলে ঘোষণা করেন।
গুইমারা থানা অফিসার ইনচার্জ বিদ্যুত কুমার বড়ুয়া জানান, বেপরোয়া গতির কারনেই মূলত বাসটি দূর্ঘটনার কবলে পড়েছে। আহতদের পুলিশ ও স্থানীয় জনতা হাসপালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। চালকসহ হেলপার পলাতক রয়েছেন। বাসটি পুলিশের হেফজতে রয়েছে। গাড়ি এবং চালকদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।