• October 12, 2024

গুইমারা থানায় ওপেন হাউস ডে

স্টাফ রিপোর্টার: সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন আদর্শ নেই, তাদের পরিচয় হলো সন্ত্রাসী, তাই তাদেরকে সামাজিক ভাবেই প্রতিহত করতে হবে মন্তব্যে করে খাগড়াছড়ির রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ বলেছেন পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে জনগনকে সচেতন ভাবে এগিয়ে আসতে হবে। সকালে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারা থানায় ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে থানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউসুফ, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব গুইমারা’র সভাপতি এম সাইফুর রহমান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গুইমারা শাখার সভাপতি ত্রিদিব নারায়ন ত্রিপুরা প্রমুখ। এছাড়াও এলাকার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে স্থানীয় হেডম্যান-কার্বারী, ইউপি সদস্য-সদস্যাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post