• March 25, 2025

গুইমারা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম আর নেই…

 গুইমারা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম আর নেই…

পাহাড়ের আলো ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রবীণ সাংবাদিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর আজ ৪ মার্চ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুইমারায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৩ বছর। তিনি স্ত্রী ও সন্তানসহ অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে খাগড়াছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ পাক যেনো উনার জানা অজানা সকল গুনাহ্ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। 

এদিকে সাংবাদিক নুরুল আলমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক আল মামুনের পিতা নুরুল আলম। পাহাড়ের আলো পরিবারের পক্ষ হতে সাংবাদিক নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post