গুইমারা রিজিয়নে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়ন সদর দপ্তরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১ জুন ১৫ রমজান শুক্রবার গুইমারা রিজিয়নের মুশফিক কনভেনশন হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামানর সভাপতিত্ব করেন। আমন্ত্রীত অতিথিদের মধ্য হতে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি অধিনায়ক লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসীব, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ নুরুজ্জামান, পলাশপুর ৪০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল কামরুল হাসান, যামিনীপাড়া ২৩ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মাহমুদুল হক, গুইমারা বিজিবি হাসপাতালের পরিচালক লে: কর্ণেল সাদীক রিজিয়নের জিটুআই মেজর আশিকুর রহমানসহ বিভিন্ন প্রশাসনের নেতৃবৃন্দরা অংশ নেয়।
ইফতারের পরে সকলের সম্মানার্থে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জনপ্রতিনিধি,সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।