চন্দ্রঘোনায় অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ব্যবসায়িক প্রাণকেন্দ্র লিচুবাগানে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান জানে আলম মালিকানাধীন মার্কেটে রাত আড়াইটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে চন্দ্রঘোনা ইলেকট্রিক, এমএম হাজী ষ্টোর, মেসার্স ইমু ক্রোকারীজ, নুপুর ফ্যাশন, বিউটি সপ্, মা ইলেকট্রিক সার্ভিস, রাঙ্গুনিয়া ষ্টোর সম্পূণ পুড়ে যায়। আগুনের উত্তাপ বেশী ও দোকানে মানুষ না থাকায় কোন মালামাল রক্ষা যায়নি।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কাপ্তাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে প্রায় একঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। গতকাল রবিবার চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।