বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা হারুয়ালছড়ি শাখার কমিটি গঠন

ফটিকছড়ি প্রতিনিধি: বঙ্গবন্ধু শিশু কিশোরমেলা ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার গঠিত হয়েছে। শনিবার মধ্য হারুয়ালছড়ি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে বঙ্গবন্ধু কিশোর মেলা গঠনের লক্ষ্যে এক জরুরী সভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক ইরফাত কামাল চৌং অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা হারয়ালছড়ি ইউনিয়ন শাখার কর্মকর্তা জিয়াউল হক জোহাদ ও রাশেদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান হাসান সরওয়ার আযম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদাক জুলফিকার আলী সিকদার (ভূট্টো), বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কাজী গোলাম সরওয়ার (সুরুজ), হারুয়ালছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ করিম (মঈনু), সহ- সভাপতি আবু জাফর মেম্বার, যুগ্ম-সম্পাদক ডাঃ সেকান্দর,হায়দার। বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের চেীং, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিধান ধর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সওদাগর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অশোক দেব, আওয়ামীলীগ নেতা মোঃ সোলায়মান, শাহ আলম, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আবুল কালাম মেম্বার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিকাশ চক্রবর্তী, সদস্য মোঃ শওকত হোসেন এনাম, মোঃ হাসান, মোঃ হোসেন মাইজভান্ডারী, মোঃ হারুন প্রমূখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতাকর্মীরা শিশু কিশোরদের কল্যানে, শিশু কিশোরদের প্রতিভা বিকাশে, শিশু কিশোরদের সাংস্কৃতিক মান উন্নয়নে অভূতপূর্ব কাজ করে চলেছে, সর্বোপরি এদেশের শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা অগ্রনী ভূমিক পালন করে আসছে।

সভা শেষে জিয়াউল হক জোহাদকে সভাপতি ও রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার পূর্নাঙ্গ কমিটি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন চৌং ও সাধারণ সম্পাদক ইরফাত কামাল চৌং অপু ২ বছরের জন্য অনুমোদন প্রদান করে ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post