• March 25, 2025

চন্দ্রঘোনা লিচুবাগান ঝুঁকিপূর্ণ সড়কে লাল পতাকা

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান সড়কে মুল ট্রানিং পয়েন্টে ফাটল দেখা দিয়েছে। কাপ্তাই-চট্টগ্রাম সড়ক, চন্দ্রঘোনা-বান্দরবান সড়ক ও চন্দ্রঘোনা-রাঙ্গামাটি সড়কে প্রতিদিন শতশত যানবাহনে হাজার হাজার মানুষ অতি ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ফাটল স্থানে স্বল্প পাথরের গুড়ি ফেলে লাল পাতাকা খুঁটি স্থাপন করা হয়েছে।

লিচুবাগান সিএনজি অটো রিক্সা ও ব্যাটারি রিক্সা চালকরা জানান, সম্প্রতি কাপ্তাই-চট্টগ্রাম-বান্দবান-চন্দ্রঘোনা-রাঙ্গামাটি সড়কের লিচুবাগান এলাকায় পানি নিস্কাশনের নালা ফুটো হয়ে যায়। নালার ফাটল অংশ দিয়ে ময়লা-আর্বজনা পানি মুল সড়কে ছড়িয়ে পড়ছে। ফাটল অংশ সংস্কার না করায় ফাটলের আকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সড়কের ভাঙ্গা অংশ এলাকায় লাল পতাকা দিয়ে সর্বসাধারনকে সর্তক করা হলেও অনেক যানবাহন তা মানছে না।

অনেক যানবাহন দ্রুত গতিতে ভাঙ্গা অংশ অতিক্রম করছে বলে জানা গেছে। ট্রাক চালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সড়কের মুল ট্রানিং পয়েন্টে ভাঙ্গা থাকায় পরিবহনগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। দুরপাল্লার পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চন্দ্রঘোনা লিচুবাগান সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি মো. ইয়াকুব বলেন, ব্যস্ততম সড়কে ফাটল মেরামতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post