• November 6, 2024

চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর শক্ত অবস্থান থাকবে- খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

 চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর শক্ত অবস্থান থাকবে- খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ি জেলার কর্মরত পেশাজীবি সাংবাদিকদের সঙ্গে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ মার্চ খাগড়াছড়ি সদর জোনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম বলেন, অস্ত্রের চেয়ে কলম অনেক বেশি শক্তিশালী। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাহাড়ে শান্তি, সম্প্রীতি অক্ষুন্ন রেখে কাজ করে যাচ্ছে কমল সৈনিকরা।

বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা সহ পাহাড়ের মানুষের আত্ম-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস দমনসহ দেশ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার আরো বলেন, সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করে দেশের অখন্ডতা ধরে রাখতে কাজ করছি। তাই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে জানিয়ে তিনি জেলায় কর্মরতদের সহযোগীতা কামনা করেন।

পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি অক্ষুন্ন রাখতে ষড়যন্ত্রকারীদের সকলকে আরো সচেতন থাকার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলার ডিজিএফআই এর ডেট কমান্ডার কর্ণেল সর্দার ইসতিয়াক আহমেদ, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: সাইফুল ইসলাম সুমন, খাগড়াছড়ি রিজিয়নের  মেজর মোহাম্মদ জাহিদ হাসান,  জিএসও-২, জোন উপ-অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, নুরুল আজম সহ কর্মরত অন্যান্য সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post