লক্ষ্মীছড়িতে নবাগত ইউএনও’র প্রথম কর্মব্যস্ত দিন অতিবাহিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নানা ব্যস্ততার মধ্য দিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইশতিয়াক ইমন এর প্রথম কার্যদিবস অতিবাহিত হয়েছে। ১৩ মার্চ রোববার বিকেলে তিনি লক্ষ্মীছড়ি উপজেলায় আসলে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদ। নিজ দপ্তরের কর্মচারিদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি কর্মকর্তাদের সাথে পরিচিত হয়ে অফিসার্স ক্লাবে সময় দেন। ১৪মার্চ সকাল ৯টায় যথারীতি অফিসে গেলে একে একে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করে অভিনন্দন জানান নবাগত ইউএনও মো: ইশতিয়াক ইমনকে।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন এবং ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে সকলের সাথে মতবিনিময় সভা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার সাইদুল ইসলাম সোহেলসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও মো: ইশতিয়াক ইমন দিবসের কার্যত্রম নিয়ে বিন্তারিত তুলে ধরেন এবং দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, শিক্ষা কর্মকর্তা শুভাশীষ বড়ুয়া, প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, আওয়ামীলীগের সেক্রেটারি মো: বিল্লাল হোসেন ব্যপারি প্রমুখ। পরে ইউএনও মো: ইশতিয়াক ইমন উপজেলা কমপ্লেক্ম ভবনের চলমান নির্মাণাধীন কাজ পরিদশন করেন এবং বিকেলে বিভিন্ন এলাকায় চলমান মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায় ঘর নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন বলে জানা গেছে।

Read Previous

চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর শক্ত অবস্থান থাকবে- খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

Read Next

ভুয়া নামে ঋণ বিতরণ করে মৃত দেখিয়ে খাগড়াছড়িতে আনন্দ এনজিও’র বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ