‘চিরকুট’ লিখে বিআরডিবি কর্মীর আত্মহত্যা
নিহত আনোয়ারা বেগম কুমিল্লার ইয়াসিন মজুমদারের স্ত্রী। তিনি ২৫ বছর ধরে ফুলগাজী বিআরডিবি’র মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
চিরকুটে আনোয়ারা বেগম লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য বিআরডিবি ফেনী সদরের ডিডি শংকর কুমার পাল, ফুলগাজীর এআরডিও কৃষ্ণ গোপল রায় দায়ী। তারা গত চার মাস ধরে আমাকে মানসিকভাবে নির্যাতন করেছেন। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত বেতন-ভাতা দেয়নি। ৩১ জানুয়ারি আমি ঋণ নিয়েছি মর্মে জোর করে আমার থেকে স্বীকারোক্তি ও অঙ্গীকারনামা লিখিয়ে নেন ডিডি শংকর কুমার পাল। এরপর আমি স্ট্রোক করলে আমাকে ঢাকা নেয়া হয়। চিকিৎসা শেষে ৭ দিন পর আমি বুধবার ফেনী ফিরে আসি’।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের স্বামীর কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ডেইলি বাংলাদেশ/এআর