লক্ষ্মীছড়িতে খাওয়ানো হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পুরো উপজেলায় কর্মসূচি পালন করা হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা উপজেলা হাসপাতালে শিশুদের ভিটামিন খাওয়ানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, মেডিকেল অফিসার ডা. সোহেল, ডা. ফয়সালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক শঙ্খ মিত্র বড়ুয়া জানান, লক্ষ্মীছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৯৫ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৮শ’ ৯৬জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুরাদ মাঠ পর্যায়ে এ কর্মসূচি পর্যবেক্ষণ ও তদারকি করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post