ছাত্রলীগ কর্মী রাসেলকে হত্যার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ মিছিল
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ছাত্রলীগ কর্মী রাসেলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহালছড়ি কলেজ ছাত্রলীগ। ২৭ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ২৪ মাইল এর চৌরাস্তার মূখে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক রণজিত দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মিতু, কলেজ ছাত্রলীগ এর সভাপতি হামিদুল ইসলাম বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ছাত্রলীগ কর্মী রাসেল এর হত্যাকান্ডের মতো ঘটনার পূনরাবৃত্তি ঘটলে আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব পড়ার আশংকা প্রকাশ করে বলেন, রাসেল হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির মিলনপুর এলাকায় ছাত্রলীগ কর্মী রাসেলকে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।