• July 27, 2024

জিপিএ-৫ পাওয়া প্রতিবন্ধী দিপার পড়া-লেখার খরচ আমি বহন করবো -এডিসি আবুল হাশেম

স্টাফ রিপোর্টার: জিপিএ-৫ পাওয়া প্রতিবন্ধী দিপার পড়া-লেখার খরচ আজ থেকে আমি বহন করবো, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই অভিমত ব্যক্ত করলেন খাগড়াছড়ি জেলার এডিসি আবুল হাশেম।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রতিবন্ধী দিপা নন্দীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আবুল হাসেম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে দিপার লেখাপড়ার দায়িত্ব নেয়ার কথা জানান মুহাম্মদ আবুল হাশেম।

টাইম লাইনে তিনি লিখেন ‘অদম্য মেধাবী এ মেয়েটিকে আমি খুব কাছ থেকে দেখেছি পানছড়িতে ইউএনও থাকাকালীন। পানছড়ির মুখ উজ্জ্বল করেছে সে। উপজেলায় সে-ই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। প্রতিবন্ধিতা তার সফলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। আজ থেকে ওর পড়ালেখার সকল দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে নিলাম।

পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন বলেন, মামা-মামীর সংসারে বড় হওয়া শারিরীক প্রতিবন্ধী দিপা নন্দীকে একটি প্রতিবন্ধি কার্ড দিয়ে লেখা পড়ায় সহযোগিতা দিয়েছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post