তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: করোনা ভাইরাসে আক্রান্ত রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ’র সুস্থতা কামনায় রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদে আছর আয়োজিত মাহফিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ। সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর।
দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ, প্রবীণ সাংবাদিক পান্থ নিবাস বড়ুয়া, সিনিয়র সাংবাদিক এম এ কোরেশী শেলু, সাংবাদিক মাসুদ নাসির, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, সাবেক সাধারন সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল হাসনাত, নবীন সাংবাদিক মো. তৈয়্যবুল ইসলাম, সাংবাদিক জাহেদ হাছান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মফজল আহাম্মদ কন্ট্রাক্টর, আরিফুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন শাহ, মোহাম্মদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, ব্যাংকার আবদুল কাইয়ুম, মাওলানা মঈনুদ্দিন সিকদার, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন তৈয়্যবী মিঞা, ফজলুল হক চৌধুরী, ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম রাসেল, মো. রাসেল রাসু, ইউসুফ রাজু, মো. আবছার, মো. আমির, ইমরান হোসেন মুন্না প্রমুখ।
মাহফিলে তথ্যমন্ত্রীর সুস্থতায় দাওয়াতে শেফা, মিলাদ ও ক্বিয়াম শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।