তিন পার্বত্য জেলায় অবরোধ অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা

শেয়ার করুন

পাহাড়ের আলো ডেস্ক: খাগড়াছড়িসহ  তিন পার্বত্য জেলায় অবরোধ অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা করেছে জুম্মু ছাত্র জনতার ব্যনারে। জুম্ম ছাত্র-জনতা মিডিয়া সেল নামে একটি পেইজ থেকে এ অবরোধের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘোষণায় বলা হয় সংগ্রামী জুম্ম ছাত্র-জনতা, সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন গ্রহণ করুন। ২৭ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়িতে আমাদের শান্তিপূর্ণ অনির্দিষ্টকালের সড়ক অবরোধ সততার সাথে চলছে। কিন্তু গত কয়েকদিনে খাগড়াছড়ি শহরজুড়ে  ব্যাপক তল্লাশি, মারধর ও ধারপকড়ের ঘটনার প্রমাণ পাওয়া গেছে – যা কখনো গ্রহণযোগ্য নয়। তদুপরি গুইমারায় জুম্ম ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ,দোকানপাট ও বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের নির্মম প্রতিবেদন এসেছে। হামলায় চার জন নিহত এবং বহু জন আহত হয়েছেন।

আমরা এই বর্বরতা ও ন্যায়বিচারের অনুপস্থিতি কঠোরভাবে নিন্দা জানাই এবং প্রতিবাদ করছি। সকল দলমত, ধর্ম ও জাতির জুম্ম জনগণকে আমরা আহ্বান জানাই – এঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, কিন্তু আমাদের সংগ্রাম সদা আইনগত, শান্তিপূর্ণ ও সম্মানজনক থাকবে। আমরা প্রত্যয় করছি – আমাদের বোনের প্রতি হওয়া ন্যায়হীনতা, সাম্প্রদায়িক উৎপাত, গুলিতে হত্যা অথবা সুস্থ বিচার না হওয়া পর্যন্ত লড়াই জারি। আমরা পুনর্বার ঘোষণা করছি – দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলায় আমাদের সড়ক অবরোধ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো এবং সকল পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। পাশাপাশি ৮ দফা দাবি তুলে ধরেন।