তিন ফুটবলারকে ডিসির পুরস্কার ঘোষণা, লক্ষ্মীছড়িতে মিষ্টি বিতরণ

তিন ফুটবলারকে ডিসির পুরস্কার ঘোষণা, লক্ষ্মীছড়িতে মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার: নারী ফুটবল দল বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে । এই প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। তাদের সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার’স কাপ ফুুটবল টুর্ণামেন্টে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো যারা
বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে মানিকছড়ি চ্যাম্পিয়ন
রামগড়ে ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ও সপ্তাহব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: নারী ফুটবল দল বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে । এই প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। তাদের সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। খাগড়াছড়ির সর্বস্তরের জনসাধারণের মাঝে বিরাজ করছে আনন্দ-উল্লাস। গর্বিত খাগড়াছড়িবাসী। বিজয় উল্লাস প্রকাশ করেছে মনিকা চাকমার নিজ উপজেলা লক্ষ্মীছড়ির মানুষ। সকালে মিষ্টি বিতরণ চলে। লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন মনিকার বাবা বিন্দু চাকমা ও ক্রিড়ামোদী ব্যক্তিদের মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন। মনিকার বাড়ি মরাচেঙ্গীতেও চলে আনন্দ উল্লাস।

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পর বিজয়ী দলে থাকা খাগড়াছড়ির ৩ খেলোয়াড় এবং একজন সহকারী কোচের জন্য পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসন।

নারী দলের ফুটবলার আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। বাংলাদেশ শিরোপা জয়ের পর খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ওই তিন ফুটবলারের প্রত্যেকের জন্য এক লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এক কোচকেও দেওয়া হবে এক লাখ টাকা।