খাগড়াছড়িতে ভোক্তা অধিকার অভিযানে ৩ ফার্মেসী কে জরিমানা

Homeস্লাইড নিউজশিরোনাম

খাগড়াছড়িতে ভোক্তা অধিকার অভিযানে ৩ ফার্মেসী কে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কর্তৃক আদালত সড়ক ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসিতে অভিযান পরিচালনা

রামগড়ে শীতবস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ
স্কুল ছাত্রী ও মারমা নারীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
মহালছড়িতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কর্তৃক আদালত সড়ক ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ , মেয়াদবিহীন কাটা ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার দায়ে আদালত সড়কে অবস্থিত উষমী ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং একেই অপরাধে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ডিজিটাল ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা ও শাপলা চত্ত্বরে নাসির ফার্মেসীকে ২ হাজার সহ মোট ২৭ হাজার টাকা জরিমানা সহ প্রাথমিকভাবে সতর্কতা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা। সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।