দীঘিনালায় ইউপিডিএফের ত্রাণ বিতরণ

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ পাহাড়ি-বাঙ্গালির মাঝে ত্রাণ বিতরন করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসীত)।
রবিবার (২৫ আগষ্ট) উপজেলার বাবুছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পরোন বাজার এলাকায় ত্রাণ বিতরন করেন ইউপিডিএফের দীঘিনালা সংগঠক প্রধান সজীব চাকমা। এসময় পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ এবং বাবুছড়া ইউপির ১নম্বর ওয়ার্ড মেম্বার মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
মোট ৭০ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০কেজি করে চাল সাথে তেল, ডাল ও পিয়াজ দেওয়া হয়। ইউপি সদস্য জাকির হোসেন জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৫ বাঙ্গালি পরিবার ও ২৫ পাহাড়ি পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।