• September 20, 2024

দীঘিনালায় পানিতে ডুবে নিহত স্কুল ছাত্রীর পরিবারকে সেনাবাহিনীর আর্থীক অনুদান

 দীঘিনালায় পানিতে ডুবে নিহত স্কুল ছাত্রীর পরিবারকে সেনাবাহিনীর আর্থীক অনুদান

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় পানিতে ডুবে নিহত স্কুল ছাত্রীর পরিবারকে নগদ আর্থীক আনুদান দিয়েছে সেনাবাহিনীর দীঘিনালা জোন। এছাড়া ছোটমেরুং বাজার এলাকায় বন্যায় দূর্গতদের মাঝে সেনাবাহিনী ত্রাণ সামগ্রীও বিতরন করেছে।

২৫ আগষ্ট রবিবার নিহত ছাত্রীর পরিবারের হাতে নগদ ১০হাজার টাকা আর্থীক সহযোগিতা প্রদান করেন জোনের পক্ষ্য থেকে ক্যাপ্টেন আবু রায়হান। একই দিন তিনি ছোটমেরুং বাজার এলাকায় বন্যাদূর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ-সামগ্রীও বিতরন করেন। প্রসঙ্গতঃ শুক্রবার বন্যায় ভরাট হওয়া ছড়ায় নেমে পানিতে ডুবে রুষা চাকমা (১১) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়।

ঘটনাটি উপজেলার মেরুং ইউনিয়নের চোংড়াছড়ি এলাকায়। নিহত রুষা চোংড়াছড়ির এলাকার কাবুল্যা কার্বারী পাড়ার পল্টু চাকমার মেয়ে  এবং চোংড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post