দীঘিনালায় যুবদলের বিক্ষোভ মিছিল
মো:আল আমিন, দীঘিনালা: বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম, সাগর-রুনি, ইলিয়াস আলীসহ বিগত ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করার সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা যুবদল।
বুধবার সকালে উপজেলার কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার বোয়ালখালী বাজার প্রদক্ষিণ করে পূনরায় কলেজ গেইট এলাকায় গিয়ে মিলিত হয়। পরে সেখানে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মো: মোতালেব হোসেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম দুলাল, যুব নেতা মনির গাজী, মো: আওয়াল, মিঠু চৌধুরী, মনির হোসেন মনু, হালিম উদ্দিন নয়ন প্রমুখ। বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে খুনি আখ্যায়িত করে দ্রুত গ্রেপ্তারপূর্বক শাস্তি দাবি করেন।