দীঘিনালায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় যৌথবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্রসহ এক ইউপিডিএফ কর্মীকে আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত সুজন চাকমা (৪৫) উপজেলার কবাখালি ইউনিয়নের তারাবুনিয়া এলাকার বিনন্দ মোহন চাকমার ছেলে।
অভিযান শেষে সন্ধ্যায় পুলিশ জানায়, যৌথ বাহিনীর অভিযানে ১১সেপ্টেম্বর বুধবার দুপুরের পর উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি এলাকার কেয়াংঘর নামক এলাকা থেকে সুজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশিয় পিস্তল, ২রাউন্ড লেড কার্তুজ উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হক জানান, আটককৃত সুজন চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত) এর কর্মী এবং তার কাছ থেকে একটি দেশিয় পিস্তল, ২রাউন্ড লেড কার্তুজ উদ্ধার করা হয়।