• July 23, 2024

দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

 দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

মো:আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্গম এলাকার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।

১১ জুলাই সকাল থেকে উপজেলার বাবুছড়া ইউপির বাবুছড়া মুখ উচ্চবিদ্যালয়ে দুর্গম এলাকার প্রায় দুই শতাধিক বিভিন্ন বয়সী মানুষের মাঝে এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। পাশাপাশি রোদ-বৃষ্টির বিবেচনায় ছাতাও প্রদান করা হয়।

উপকার ভোগী আশা চাকমা (৩৫), মিলাতি চাকমা (৪৭) নমিতা চাকমা (৪৪) সহ আরও অনেকেই সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ছাতা পেয়ে কৃতজ্ঞতা জানান।

মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি), দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, বাবুছড়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল হাসান রিজভী, মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply