দীঘিনালার ৬০ পরিবার পেলো রেড ক্রিসেন্ট’র গবাদি পশু পালন প্রশিক্ষণ
মোঃ আল আমিন,দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ কর্তৃক পরিচালিত ইকোসেক প্রকল্পভূক্ত সুফলভোগীদের গবাদি প্রাণী পালন প্রশিক্ষণ দেয়া হয়েছে।
দীঘিনালার মেরুং ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়া ও কবাখালী ইউনিয়নের আলী নগর পাড়ার ৬০ জন সুফলভোগীকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সহায়তায় এই গবাদি প্রাণী পালন প্রশিক্ষণ প্রদান করা হয়।
দীঘিনালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জওহরলাল চাকমা ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা অলেন কান্তি ত্রিপুরা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাঠ সংগঠক মোঃ দিদারুল আলম (রাফি)।
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ইকোসেক প্রকল্পের মাঠ সংগঠক মোঃ দিদারুল আলম (রাফি) জানান, ‘দীঘিনালার দুটি গ্রামের ৬০ পরিবারকে অনুদান প্রদানের পাশাপাশি গবাদি প্রাণী পালন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতেকরে অনুদানের অর্থে স্ব স্ব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।