দীঘিনালায় ইয়াবাসহ ইউপি সদস্য’র ছেলে গ্রেফতার
দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ১ নং মেরুং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান সদস্য মোঃ কালাম মেম্বারের ছেলে মোঃ সোহাগ (১৭)কে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেরুং এলাকায় চার (৪) নাম্বার এলাকা থেকে সন্ধ্যায় থাকে ২২ পিস ইয়াবা সহ আটক করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে সে একজন ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা সেবনকারী।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার মেরুং এলাকায় চার (৪) নাম্বার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২২ পিস ইয়াবা সহ সোহাগ নামের একজন কে আটক করা হয়। তার পিতা বর্তমানে একজন ইউপি সদস্য। এবং মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।